
রূপসায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর সমাপনি ও পুরস্কার বিতরণী

রূপসা প্রতিনিধিঃ রূপসায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭(বালক) প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্টান গতকাল ২২ মে বিকাল ৪ টায় নৈহাটী একাদশ বনাম আইচগাতী একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদন্ধীতা মূলক খেলায় নৈহাটী একাদশের ৭ নম্বর জার্সি পরিহিত আনিসুর রহমান শেষার্ধে একমাত্র জয়সূচক গোলটি করে আইচগাতী একাদশকে ১-০ গোলে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নৈহাটী একাদশের আনিসুর রহমান। খেলা পরিচালনা করেন পার্থ প্রতিম, মুক্তার হোসেন ও গোলাম রসুল।
খেলাশেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। উপজেলা নির্বাহী অফিসার রূবাইয়া তাসনিমের সভাপতিত্বে ও অধ্যাপক আহমেদুল কবির চাইনিচের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, কৃষি সম্প্রসারণ অফিসার শিউলি মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াছমিন, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, সহকারী প্রগ্রামার রেজাউল করিম, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, কাজদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ খান মারুফুল হক, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক বাশির আহম্মেদ লালু, মেজবাহ উদ্দিন খান সেলিম, ফিফা রেফারী মনির ঢালী, জুনায়েদ হোসেন, প্যানেল চেয়রেম্যান আছাবুর রহমান মোড়ল, কর্নপুর যুব সংঘের সাধারন সম্পাদক আশরাফ আলী রাজ।