শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রূপসায় তুচ্ছ ঘটনায় মারপিটে ব্যবসায়ী আহত

রূপসায় তুচ্ছ ঘটনায় মারপিটে ব্যবসায়ী আহত

রূপসায় এক ব‌্যবসায়ীর মার‌পি‌টে ওমর ফারুক (৩৫) না‌মে অপর এক ব‌্যাবস‌্যায়ী আহত হ‌য়ে‌ছে। ১৫ মে সন্ধ‌্যা ৭টায় পূর্ব রূপসা বাজা‌রের রেল স্টেশন মো‌ড়ের অদু‌রে এ ঘটনা ঘ‌টে। খবর পে‌য়ে প‌রিবা‌রের লোকজন তা‌কে উদ্ধার করে রূপসা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভর্তি ক‌রে‌ছে। আহত ওমর ফারুকের পিতার নাম ম‌মিন আলী মীর। সে বাগমারা গ্রা‌মের কুতুব উদ্দী‌নের ভাড়া বা‌ড়ি‌তে বসবাস ক‌রে।

আহত ওমর ফারু‌কের ভাই ফ‌রিদ জানায়, পূর্ব রূপসাস্থ প‌রিত‌্যাক্ত রেল‌স্টেশ‌নের অদু‌রে ওমর ফারুক লা‌মিয়া স্টোর না‌মে তার প্লা‌স্টিক সামগ্রীর ব‌্যবসা প্রতিষ্ঠা‌নে ব‌সে‌ছি‌লো। এসময় সাম‌নে অব‌স্থিত ইচ্ছে স‌্যা‌নেটা‌রি দোকা‌নের মা‌লিক রামনগর গ্রা‌মের জামাল মোল্লার ছে‌লে জু‌য়েল মোল্লা দোকা‌নে এসে তা‌কে গা‌লিগালাজ ক‌রে মার‌পিট কর‌তে থা‌কে। মার‌পি‌টের একপর্যায় তা‌কে জখম ক‌রে সে বীরদ‌র্পে নি‌জের ব‌্যবসা প্রতিষ্ঠা‌নে ফি‌রে দোকানদারী কর‌তে থা‌কে। এদি‌কে খবর পে‌য়ে ফারু‌কের ভাই ফ‌রিদ লোকজ‌নের সহ‌যোগীতায় তা‌কে উদ্ধার ক‌রে রূপসা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে।

হামলাকারী জু‌য়েল মোল্লা জানায়, সকা‌লে লা‌মিয়া স্টো‌রের সাম‌নে ওই দোকা‌নের এক‌টি খোলা তালা পে‌য়ে বাজার ক‌মি‌টির কা‌ছে জমা দেয়। প‌রে দোকা‌নের মা‌লিক তার দোকা‌নের মালামাল খোয়া গে‌ছে ব‌লে অপবাদ দেয়। এর জের ধ‌রে উভ‌য়ের ম‌ধ্যে বি‌রোধ ঘ‌টে। ঘটনার পর পূর্ব রূপসা বাস স্ট‌্যান্ড ফাঁড়ী প‌ু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে।

৩৬ বার ভিউ হয়েছে
0Shares