
রূপসায় জনশুমারি ও গৃহগণনা বাস্তবায়ন উপলক্ষে অবহতিকরণ সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি : জনশুমারি ও গৃহগণনা-২০২২ বাস্তবায়ন উপলক্ষে রূপসা উপজেলা স্থায়ী শুমারী/জরিপ কমিটি অবহতিকরণ সভা সোমবার (২৩ মে) দুপুরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান ও রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা শিউলী মজুমদার, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্শেদ আলম বাবু, রাজু আহমেদ খান শহিদ ও উপজেলা শুমারী সমন্বয়কারী টুকু বালা গাইন।