
রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতন’র নির্বাচনে সভাপতি আনোয়ারুল, সাধারণ সম্পাদক আজাদ।

মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) এর দ্বিবার্ষিক নির্বাচন মঙ্গলবার (১৪ জুন) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইতোপূর্বে প্রতিদ্বন্দ্বি প্রার্থিরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আনোয়ারুল ইসলাম( দৈনিক ইত্তেফাক),সহ-সভাপতি পদে রুহুল আমিন( দৈনিক আলোর জগত), সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ( দৈনিক জনমত) ও সহ-সাধারণ পদে রফিকুল ইসলাম সুজন(দৈনিক দাবানল) নির্বাচিত হন।
প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম। তাকে সহযোগিতা করেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কুশমত আলী ও যুগ্ম আহবায়ক হজরত আলী। নির্বাচন অনুষ্ঠানে সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,বাংলাদেশ সহকারি উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম সবুজ, থানার ওসি এস এম জাহিদ ইকবাল, পৌর কাউন্সিলর ইসাহাক আলীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
১০ বার ভিউ হয়েছে