সোমবার- ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রাণীশংকৈল তিন ইউপিতে নির্বাচনে নৌকার জয়

রাণীশংকৈল তিন ইউপিতে নির্বাচনে নৌকার জয়

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ৩টিতেই আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিক প্রার্থী আব্দুল বারী, জিতেন্দ্রনাথ ও মতিউর রহমান নির্বাচিত হয়োছেন। গতকাল বুধবার (২৭ জুলাই) রাত ১০ টায় উপজেলা পরিষদ নির্বাচন কনট্রোল রুম থেকে বেসরকারিভাবে ফলাফলের ঘোষনা করেন নির্বাচন অফিসার নূর এ আলম।

তিনটি ইউনিয়ন হোসেনগাঁও, বাচোর,নন্দুয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নন্দুয়ার ইউনিয়নে আ’লীগ সমর্থিত নৌকা প্রতিক প্রার্থী আব্দুল বারী ৮২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জমিরুল ইসলাম মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৪৫৪৭ ভোট,বাচোর ইউনিয়নে আ.লীগ নৌকা প্রতিক প্রার্থী জিতেন্দ্র নাথ বর্মন পেয়েছেন ৮৭৬৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজিজুল ইসলাম মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৮৩০৩ ভোট।
হোসেনগাঁও ইউনিয়নে আ’লীগ নৌকা প্রতিক প্রার্থী মতিউর রহমান মতি পেয়েছেন ৪৩৯২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্ত্রন্ত প্রার্থী মোটরসাইকেল প্রতিকে নাসিরউদ্দিন পেয়েছেন ৪০৭৮ ভোট পেয়েছেন।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS