প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২২, ৪:০৫ অপরাহ্ণ
রাণীশংকৈলে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ,”বিজয়ের ময়দানে রানীশংকৈল”বইয়ের মোড়ক উন্মোচন

মাহাবুব আলম, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টিভ কবিরের উদ্যোগে ও সম্পাদনায় এবং উপজেলা পরিষদের সহযোগিতায় (সোমবার ৩০ মে) দুপুর ১২ টায় পরিষদ সভাকক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ " বিজয়ের ময়দানে রাণীশংকৈল" বইয়ের মোড়ক উম্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মাহাবুবুর রহমান।
রাণীশংকৈল উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধকালীন তাদের পরিবারদের প্রতি নির্যাতন এবং বীরাঙ্গনাদের প্রতি যুদ্ধকালীন পাশবিক অত্যাচার এসব বিষয় নিয়ে তাদের কাছ থেকে লিখিত পান্ডলিপি নিয়ে এই বইটির সম্পাদনা করেন ইউএনও।
পরে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও স্টিভ কবিরের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, আ.লীগ সম্পাদক তাজউদ্দীন আহাম্মেদ,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম।আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আব্দুল মোতালেব, রিয়াজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব আহবায়ক কুসমত আলী।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেষে বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, সংবাদকর্মী ও আমন্ত্রিত অতিথিদের মাঝে একটি করে বই উপহার দেয়া হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.