শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রাণীশংকৈলে মহান আন্তর্জাতিক মে দিবস পালিত 

রাণীশংকৈলে মহান আন্তর্জাতিক মে দিবস পালিত 

মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল (১মে মহান রবিবার) আন্তর্জাতিক মে দিবস পালিত। এদিন সকালে উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ( রাজ-৮৮) ও অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির(এস-১১৩৮৭) যৌথ আয়োজনে পৌর শহরে একটি বর্ণাঢ্য র ্যালি বের করা হয়। পরে;কলেজ বাজারে ওই সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি সামসুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। প্রধান বক্তা ছিলেন আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, বিশেষ অতিথি ছিলেন আ’লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, সাবেক মেয়র আলমগীর সরকার, শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজ। এ ছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা, শ্রমিক নেতা-কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরো বক্তব্য দেন-  প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ওই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রুস্তম আলী এবং বর্তমান সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। উপস্থাপনা করেন শ্রমিক নেতা হযরত আলী।পরে ঈদ উপলক্ষে প্রায় ১১ শ’ শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS