প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১, ২০২২, ৩:২৮ অপরাহ্ণ
রাণীশংকৈলে দিন দুপুরে ফাঁকা বাড়িতে চুরি করতে গিয়ে আটক এক

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভোলাপাড়া গ্রামের শাহাজাহান মাষ্টারের বাড়িতে সোমবার (১আগষ্ট)দিন দুপুরে চুরি করতে গিয়ে প্রতিবেশির হাতে আনোয়ার হোসেন (১৮) নামে এক জন আটক হয়েছে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আনোয়ার'কে আটক করে থানায় নিয়ে আসে। আটক কৃত আনোয়ার হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের নওশাদ আলীর ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, ভোলা পাড়া গ্রামের শাহাজাহান আলী ও তার স্ত্রী দু'জনেই স্কুলের শিক্ষক।
ঘটনার দিন তাঁরা বাসায় তালা দিয়ে নিজ নিজ স্কুলে যান ঐই দিন দুপুর ১২টার দিকে আনোয়ার ও তাঁর এক সহযোগী শাহাজানের বাড়িতে গিয়ে তালা ভেঙ্গে ভিতরে ঢুকার সময় তাঁর প্রতিবেশি ভাই মুক্তারুল শদ্ব শুনতে পান। মুক্তারুল বেড় হয়ে হাতে নাতে আনোয়ার'কে ধরে ফেলেন এ সময় আনোয়ারের সহযোগী মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
এব্যাপারে পুলিশের এস আই মিজান বলেন,আটক কৃত আনোয়ার থানায় আছে সে চুরি করতে যাওয়ার কথা শিকার করেছে।তবে এ নিয়ে এখনো থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি মর্মে তিনি জানান।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.