
রাণীশংকৈলে ছেলের অনুষ্ঠান খাওয়া হলোনা মায়ের বৈদ্যুতিক শকে মৃত্যু

মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়(৯ জুন) বৃহস্পতিবার সকালে বাজেবকসা গ্রামে বৈদ্যুতিক তার জড়িয়ে রুমি আকতার (৪৪) নামে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে।সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান জিতেন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার বাজেবকসা গ্রামে জালাল হোসেনের ৬ বছরের সন্তানের সুন্নতে খাৎনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুক্রবার। এজন্য বাড়িতে চলছিল ডেকোরেটরের কাজ বৃহস্পতিবার সকালে ৩ সন্তানের জননী রুমি আকতার কাপড় শুকাতে দিয়ে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনা স্থলেই সে মারা যায়।
তার শাশুড়ি তাকে বাঁচাতে গেলে সেও আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। মায়ের এমন আকষ্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ দিন বিকালে আমজুয়ান বাজেবকসা হাই স্কুল মাঠে জানাযা শেষে আমজুয়ান আম্মাজান কবর স্থানে দাফন তার দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
১৬ বার ভিউ হয়েছে