শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রাজারহাটে রাইফেলের গুলি,ম্যাগাজিন ও চার্জার গার্ড উদ্ধার

রাজারহাটে রাইফেলের গুলি,ম্যাগাজিন ও চার্জার গার্ড উদ্ধার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি \ রাজারহাটে নয় রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি,একটি ম্যাগাজিন এবং একটি চার্জার গার্ড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়,রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এসআই শরিফুল ইসলাম,এসআই জহুরুল ইসলাম,এএসআই রাফিউল আমিন সহ পুলিশের একটি টিম টহলরত অবস্থায় রাজারহাট তিস্তা সড়কের অদীতি-সুধী কানন ফিলিং স্টেশনের সন্নিকটে রাস্তার ধারে সন্দেহ জনক কিছু পরে থাকতে দেখেন । এসময় টহল পার্টি যাচাই করে দেখেন এরমধ্যে নয় রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি,একটি ম্যাগাজিন এবং একটি চার্জার গার্ড রয়েছে।

রাজারহাট থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমার উপস্থিতিতে উদ্ধারকৃত জিনিস গুলো জব্দ করা হয়েছে। এবিষয়ে রাজারহাট থানায় একটি জিডি করা হয়েছে বলেও তিনি জানান।#

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS