রাজারহা (কুড়িগ্রাম) প্রতিনিধি ; দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কারে ভূষিত বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড.তুহিন ওয়াদুদকে পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্য তার জন্মস্থান রাজারহাটে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় রাজারহাট কারিগরি বানিজ্যিক কলেজ মাঠে কুড়িগ্রাম জেলা রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আন্তঃ বিদ্যালয় কুইজ প্রতিযোগীতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে একুশে পদক প্রাপ্ত কুড়িগ্রাম জেলা জজ আদালতের পিপি ও কুড়িগ্রাম আইন মহাবিদ্যায়ের অধ্যক্ষ আব্রাহাম লিংকন প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির জেলা আহবায়ক সহকারি অধ্যাপক জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,শিক্ষক ও কলামিষ্ট নাহিদ হাসান নলেজ,কলেজ শিক্ষক ও রাজারহাট প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,শিক্ষক মহাম্মদ আলী এঁটম,জেলা গণকমিটির নেতা খন্দকার আরিফ সহ আরো অনেকে। সম্মাননা প্রদান ও আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগীতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.