শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রাজাপুরে কৃষকের লাশ উদ্ধার

রাজাপুরে কৃষকের লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি :; ঝালকাঠির রাজাপুরের বাগড়ি বাশতলা গ্রামের মল্লিকবাড়ি থেকে রুস্তুম মল্লিক (৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকা মোহাম্মদ মল্লিকের ছেলে। স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে শ^াসকাশসহ নানা রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য সকালে স্বজনদের কাছে টাকা চাইলে এ নিয়ে পারিবারিক কলহ দেখা দেয়। পরে তার স্ত্রী নাতনি নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে এ সুযোগে দুপুরে ফাঁকা ঘরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে উঠানে কাতরালে বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে গেলে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথকিম চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করলে শেবাচিমে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। রাজাপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা জানান, মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরনরে প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS