শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রাজশাহী মহানগরীতে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার; গ্রেফতার-১

রাজশাহী মহানগরীতে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার; গ্রেফতার-১

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

রাজশাহী মহানগরীতে ৪০০ গ্রাম হেরোইন-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামি, মো: আব্দুল খালেক (৪৮)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুরের মো: শামসুদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৮ জুলাই ২০২২ সকাল সাড়ে ৮টায় উপ-পুলিশ কমিশনার জনাব মো: আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক মো: আশিক ইকবাল, এসআই মোহা: আব্দুর রহমান ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড়ে টিটুল হেয়ার কাটিং সেলুনের সামনে দিয়ে লাল রঙের অটোরিক্সাতে মাদক আসবে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশের ঐ টিম আজ সকাল সাড়ে ৮টায় আলীমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আব্দুল খালেককে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকার ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

১৭ বার ভিউ হয়েছে
0Shares