কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ
রাজশাহী মহানগরীতে ১০৩ বোতল ফেন্সিডিল-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি মো: শামিনুল ইসলাম মদন (৩৮)। সে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর পূর্বপাড়ার মৃত নব্বারের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, ২২ জুলাই ২০২২ রাত পোনে ১টায় (২১ জুলাই দিন গত রাত) উপ-পুলিশ কমিশনার জনাব মো: আরেফিন জুয়েল এর সার্বিক তত্বাবধানে এসআই মো: রবিউল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার শ্রীরামপুর নদীরধার এলাকায় মাদক উদ্ধার অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক জন মাদক ব্যবসায়ী একটি বস্তা ফেলে পালিয়ে যায়।পলাতক মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ১০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
পরবর্তীতে ডিবি পুলিশের ঐ টিম আজ সকাল সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করে আসামি মো: শামিনুর ইসলাম মদনকে তার নিজ বাড়ি সাহাপুর পূর্বপাড়া থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.