কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ
রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ বুধবার (১৫ জুন) রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে,তানোর থানা ০২ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০৩ জন, চারঘাট থানা ০৫ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে। যার মধ্যে ০৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ও ০২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে তানোর থানা পুলিশ ১নং মোঃ আম্বিয়ার রহমান (৩৫) কে ১০ গ্রাম হেরোইনসহ ও ২নং শ্রীমতি সজনী হাসদা (৩৮) কে ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ মোসলেম আলী (৫০) কে ০৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে। এছাড়া রাজশাহী জেলার ডিবি পুলিশ চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ১নং মোছাঃ খোদেজা বেগম (৪০) ও ২নং মোঃ বিশো মিয়া @ বিষু (৩৫) দ্বয়কে ২০০ পিচ ইয়াবাসহ এবং ৩নং মোঃ মাসুদ রানা (৪৫) কে ২০০ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইনসহ আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.