শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রাজশাহী জেলায় বজ্রপাতে এক নারীর মৃত্যু

রাজশাহী জেলায় বজ্রপাতে এক নারীর মৃত্যু

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

রাজশাহী জেলার গোদাগাড়ীতে বজ্রপাতে এক নারীর মৃত্য হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের পূর্ব বামনাইল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম, নাদিরা আক্তার (৫০)।

নিহত নাদিরা গোদাগাড়ীর পূর্ব বামনাইল গ্রামের পাতাল আলী মেয়ে। সে বাবার বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, নিহত নাদিরা বাড়ীতে গরু পালন করে জীবিকা নির্বাহ করে। তার গরু প্রতিদিন মাঠে বেঁধে দিয়ে আসে। শুক্রবার বেলা ১১ টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছ হয়। এই সময় তিনি মাঠে গরু আনতে যায়। মাঠ থেকে ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে সেখানেই তিনি মারা যান। পরে বাসায় ফিরতে দেরী হওয়ায় পরিবারের লোকজন মাঠে খোঁজতে গিয়ে লাঁশ পড়ে থাকতে দেখে।

২৯ বার ভিউ হয়েছে
0Shares