নিউজ ডেক্সঃ রাজশাহী কাঁটাখালী পৌরসভার শ্যামপুর ৮ নং ওয়ার্ড মোল্লাপাড়া এলাকায় সরকারি ড্রেন নির্মান কাজে চাঁদার টাকা না পেয়ে নির্মানকাজে বাধা ও নির্মানকাজের ইঞ্জিনিয়রসহ ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারীদের উপরে হামলা চালিয়েছে পিটিয়ে আহত করেছে স্থানিয় সন্ত্রাসীরা।
শনিবার সকাল ১১ টার দিকে শ্যামপুর মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে কাঁটাখালী থানায় লিখিতো অভিযোগ দিয়েছেন এমএস মনির ট্রেডার্স ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়র আসাদুজ্জামান।
অভিযোগ সূত্রে জানা গেছে, সারা দেশে ৩০ টি পৌরসভায় ওয়াল্ড ব্যাংককের অর্থায়নে রাজশাহী জনস্বাস্থ্য প্রৌকশল অধিদপ্তরের টেন্ডারে কাঁটাখালী পৌরসভার দেওয়ানপাড়া থেকে শ্যামপুর বালুরর ঘাট পর্যন্ত ড্রেন নির্মান কাজ চলছে গত এক মাস থেকে। কাজটি করছেন এমএস মনির ট্রেডার্স নামের ঠিকাদার প্রতিষ্ঠান।
শনিবার সকাল ১১ টার দিকে এমএস মনির ট্রেডার্স ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়র আসাদুজ্জামানের সার্বিক পরিচালনায় শ্যামপুর মোল্লাপাড়া এলাকায় ড্রেন নির্মান কাজ করছিলেন। এসময় ওই এলাকার মৃত চয়েন হাজীর ছেলে মকসেদ (৫৫) তার ছেলে কাউসার (২৮) ও নজরুল ইসলামের ছেলে আরিফ (৩৫) ড্রেন নির্মান প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়রের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। চাঁদার টাকা না দিলে ড্রেন নির্মান কাজ বন্ধ করতে হবে বলে দাবী করে।
এসময় তাদের চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা এমএস মনির ট্রেডার্স ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়র আসাদুজ্জামানের উপরে হামলা চালায়। এসময় ঠিকাদার প্রতিষ্ঠানের সাপলাইয়ার ওই এলাকার মৃত মুসলেমের ছেলে আনারুল ইসলাম প্রতিবাদ করলে তার উপরেও হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় সরকারি কাজে বাধা প্রদান ও নির্মানকাজ ভাংচুর এবং কাজ বন্ধ করে দেই মকসেদের নেতৃত্বে তার বাহীনি।
হামলাকারি মকসেদ তার ছেলে কাউসার ও আরিফের বিরুদ্ধে আসামী ছিনতাইয়ের ও পুলিশের উপরে হামলার মামলায় কাঁটাখালী থানায় তারা তিনজন এজাহারভুক্ত আসামী। এছাড়া তাদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা আক্তার বলেন, জনগনের কল্যাণে সরকারি ড্রেন নির্মানে কাজ করছিলেন ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়রসহ অন্যান কর্মচারী ও মিস্ত্রীরা। এসময় তাদের উপরে হামলা ও সরকারি কাজে বাধা এবং নির্মান কাজ ভাংচুর করে কাজটি ঠিক করেনি স্থানিয় সন্ত্রাসীরা। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহন করা উচিৎ।
এ বিষয় কাঁটাখালী থানার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, সরকারি কাজে বাধা ও ভাংচুর, চাঁদাদাবি এবং ইঞ্জিনিয়রের উপরে হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ইঞ্জিনিয়র আসাদুজ্জামান।
এ বিষয় তদন্ত করে দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।
এছাড়াও গত ১৬ই জুলাই শনিবার রাত্রি ৮ টায় দিকে রাসিক ৩০ নং ওয়ার্ডের কাজী ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রাজশাহী সিনিয়র রিপোর্টার এনায়েত উল্লাহ কে সাহাপুর মোড় তাহার বালু ব্যববসা প্রতিষ্ঠান থেকে ৮/১০টি মোটর সাইকেলে (প্রতিটি মোটর সাইকেলে দু'জন করে) প্রায় ২০ জনের একটি দল তুলে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে এনায়েত উল্লাহ বলেন, ওই দিনের ঘটনায় আমি মর্মহত শতাধিক মানুষ জনের মধ্য থেকে সন্ত্রাসীরা আমাকে তুলে নিয়ে যায় এবং আমার ব্যাগে থাকা ৫ লক্ষধীক টাকা তারা ছিনিয়ে নেয় পরবর্তীতে সন্ত্রাসীরা সাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.