কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ
রাজশাহীর বাগমারায় গাঁজা, চোলাইমদসহ পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪০০ লিটার চোলাইমদসহ উপজেলার মচমইল রাজবাড়ীতে বসবাসরত উপজাতি পাড়ার পলানের ছেলে প্রদীপ কুমার এবং তার মা কমেলা রানী।
অন্যদিকে ৪০ গ্রাম গাঁজাসহ তাহেরপুর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো ভবানীগঞ্জ পৌরসভার কর্নিপাড়া মহল্লার ময়েজ উদ্দীনের ছেলে রাজু হোসেন, একই পৌরসভার দাত্তা মহল্লার ফজলুর রহমানের ছেলে রায়হান মন্ডল এবং কষবা সাদিপুর মহল্লার খোয়াজ তালুকদারের ছেলে শাকিব তালুকদার। গ্রেপ্তারকৃতদের বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
অপরদিকে পরোয়ানাভুক্ত আসামী ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি মহল্লার শের আলীর ছেলে সাবেক যুবলীগ নেতা ফেরদৌস আলী। গত শনিবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.