কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ
রাজশাহী জেলার চারঘাটে অর্ধ কোটি টাকা মূল্যের হেরোইনসহ মোঃ শাহ আলম (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব -৫। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে চারঘাট থানাধীন চামটা গ্রামেন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ শাহ আলম চারঘাট থানার চামটা গ্রামের মৃত মহর আলী সরকারের ছেলে। শুক্রবার (২৯ জুলাই) সকালে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর চারঘাট থানাধীন চামটা গ্রামে মাদক কারবারি মোঃ শাহ আলমের বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ করে ব্যবসা করছে। এমন তথ্যের ভিত্তিতে তার বসত বাড়ীতে অভিযান চালায় র্যাব-৫, এর সদস্যরা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি শাহ আলম হেরোইনসহ পালানোর চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.