শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রাজশাহীর কুখ্যাত ছিনতাইকারী ও তার সহযোগীকে গ্রেফতার

রাজশাহীর কুখ্যাত ছিনতাইকারী ও তার সহযোগীকে গ্রেফতার

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ রাজশাহী নগরীতে মো: সালেকীন ইয়ামিন শাওন (৩৮) নামের এক কুখ্যাত ছিনতাইকারী ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলটি জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, মহানগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়ার আলহাজ্ব খোদাদাদ ইয়ামিত সেলির ছেলে মো: সালেকীন ইয়ামিন শাওন (৩৮) ও তার সহযোগী আসামি সুলতানাবাদের মো: সিরাজুল ইসলামের ছেলে মো: সোহানুর ইসলাম মিম (১৯)।

এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।তিনি জানান, গত (২৫ এপ্রিল) বিকেল সোয়া ৫ টায় অলকার মোড় হতে হেটে বাড়ি ফিরছিল নগরীর বোয়ালিয়া মডেল থানার সাথী (ছদ্মনাম)। সে ষষ্ঠিতলা পাপিয়া টেইলার্সের সামনে পৌঁছালে মোটরসাইকেলে দুইজন ব্যক্তির তার ভ্যানিটি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চলে যায়। তার ভ্যানিটি ব্যাগে সাড়ে ৪ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিলো। সাথীর বাবার অভিযোগের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রজু হয়।

এরপর আরএমপি সাইবার ক্রাইম ইউনিট তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামি শনাক্ত করে পুলিশ।শনিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় নগরীর সুলতানাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ছিনতাইকারী মো: সালেকীন ইয়ামিন শাওন ও তার সহযোগী আসামি মো: সোহানুর ইসলাম মিমকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রোববার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

২৪ বার ভিউ হয়েছে
0Shares