কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ
রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট ব্যবহার করায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমান করা হয়েছে। এসময় সেবা প্রদানে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে নগরীর লক্ষীপুর এলাকায় ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ অভিযানের নেতৃত্ব দেন।
বিষয়টি নিশ্চিত করে হাসান আল মারুফ জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নগরীর লক্ষীপুর এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট ব্যবহার করায় রাজ প্যাথলজিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও একই অপরাধে দি প্যাথলজিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিন নগরীর দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.