কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ
রাজশাহীর চারঘাটে মানসুর রহমান নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা মামলায় রোমান হোসেন সেতু নামের একজনকে মৃত্যুদন্ড ও ইমনুল আকাওয়াদ শাওন নামের আরেক জনকে খালাস প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষনা করেন।
আদালত সুত্রে, ২০২০ সালের ১৩ ডিসেম্বর রাতে চারঘাটের শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে বৃদ্ধ মানসুর রহমানের বাড়িতে চুরি করতে যান একই এলাকার রোমান হোসেন সেতু। নিজ বাড়িতে এক থাকা অবস্থায় মানসুর রহমান বাঁধা দিলে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্ত।
হত্যার ঘটনায় পরদিন নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ আসামী রোমান হোসেন সেতু ও ইমনুল আকাওয়াদ শাওনকে গ্রেফতার করে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তমূলক জবানবন্দি প্রদান করে। পুলিশ তদন্ত শেষে আদালত চার্জশীট জমা দেয়। শুনানী, স্বাক্ষী, যুক্তিতর্ক শেষে আদালত বৃহস্পতিবার সেতুকে মৃত্যুদন্ড ও শাওনকে খালাস প্রদান করে। রায় ঘোষনকালে দন্ডপ্রাপ্ত সেতু উপস্থিত থাকলেও আদালতে অনুপস্থিত ছিলেন খালাস পাওয়া শাওন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে আসামী পক্ষ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.