শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রাজশাহীতে সর্প দংশনে মৃত্যু

রাজশাহীতে সর্প দংশনে মৃত্যু

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

রাজশাহী নগরীতে বিষাক্ত সাপের ছোবলে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম, নিহত মোঃ রবিউল আওয়াল (২৭)

রোববার (১ মে) এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মৃত রবিউল আওয়াল মতিহার থানাধীন খোজাপুর (জাহাজঘাট) এলাকার বাসিন্দা মোঃ কামাল উদ্দিনের ছেলে।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, ১১ মাস পূর্বে মোঃ রবিউল আউয়াল গোপনে বিয়ে করে ঘর সংসার করছিল। নগরীর চন্দ্রিমা থানাধীন নাদের হাজীর মোড় উত্তর পাড়ায় মাহাবুব আলম নামের এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে থাকতো। ইফতার শেষে প্রকৃতির ডাকে সারা দিতে গেলে তার পায়ে বিষধর সাপ ছোবল দিয়ে পালিয়ে যায়। এসময় রবিউল আউয়াল তড়িঘড়ি করে ঘরে ঢুকে তার স্ত্রীকে জানাই সাপে ছোবল দিয়েছে। তার স্ত্রী তৎক্ষণাৎ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। রামেক হাসপাতালের ১৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রবিউল আউয়াল।

এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান হোসেন বলেন, ডাক্তার আমাদের অবগত করেছে যে রবিউল আউয়াল সাপের দংশনে মারা গেছে।

এ বিষয়ে নিয়ম অনুযায়ী একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

৪৫ বার ভিউ হয়েছে
0Shares