কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ
রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঁঠালবাড়িয়া গ্রামস্থ এলাকায় অপারেশন পরিচালনা করে দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো: মোঃ রাজু আহম্মেদ (৩১) রাজশাহী জেলার পুঠিয়া থানার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে, মোঃ হাবিবুল্লাহ (২৯) কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং (রোহিঙ্গা ক্যাম্প) গ্রামের মোঃ বকসুর ছেলে। এ সময় আসামীদের থেকে ১০০০ পিচ ইয়াবা, ০২টি মোবাইল, ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া (৭নং ওয়ার্ড) গ্রামস্থ মাদক ব্যাবসায়ী মোঃ রাজু আহম্মেদ (৩১), পিতা মৃত আব্দুর রাজ্জাক এর বসত বাড়িতে অবৈধ মাদকদব্য ইয়াবা বিক্রয় করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে, রাত ৮টার সময় ঘটনাস্থল বর্নিত বাড়ীতে পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০২জন ব্যাক্তিকে ঘটনাস্থলেই আটক করা হয়, অপর ০১জন কৌশলে রাতের আধাঁরে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, হাবিবুল্লাহ একজন রোহিঙ্গা। তিনি কক্সবাজার হতে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে। তারা পরস্পর যোগসাজসে উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্সবাজার জেলার উখিয়া থানার অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে উল্লিখিত ঘটনাস্থলে অবস্থান করছিল।
আসামীদ্বয় আরো স্বীকার করে যে, তারা এবং পলাতক ৩নং আসামীসহ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্সবাবাজার জেলার উখিয়া থানার অজ্ঞাত স্থান হইতে সংগ্রহ করে রাজশাহী জেলার পুঠিয়া থানাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসছে।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ১০(ক)/৪১ ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.