কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ
রাজশাহীতে প্রাইড শাড়ীর শো-রুমকে জরিমানা করেছে রোববার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হাসান আল মারুফ অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।
হাসান আল মারুফ জানান, আমাদের কাছে আগে থেকেই অভিযোগ ছিলো রাজশাহী নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের সামনে অবস্থিত প্রাইড শাড়ীর শো-রুমে দাম বেশী নেওয়া হচ্ছে। রবিবার ওই শো-রুমে অভিযানে গিয়ে দেখা যায় শাড়ীর দাম স্টিকারে ৬৭৫ টাকা লিখা থাকলেও ওই দামের উপর নতুন করে আরো একটি নতুন স্টিকার লাগিয়ে ৭৭৫ টাকা মূল্য নির্ধারণ করে বিক্রি করছিলো।
এছাড়াও ওই শো-রুমে ভোক্তাদের উদ্বুদ্ধ করার জন্য ৩০% ছাড়ের লোভনীয় অফার দিয়েছে। তবে কোন পণ্যের জন্য কত ছাড় তা নির্দিষ্ট করে কিছুই নির্ধারণ করে দেয়নি। ফলে ভোক্তারা পণ্য কিনে প্রতারিত হচ্ছিলো।
এসব অপরাধ বিবেচনা করে ওই শো-রুমকে তাৎক্ষণিক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে সঠিক মূল্য নির্ধারণ ও অফার দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য সতর্ক করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.