শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৭

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৭

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

রাজশাহী জেলার বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানায় তিনজন। তারা হল উপজেলার সাইপাড়া গ্রামের জাহের আলীর স্ত্রী আঞ্জুয়ারা বেগম, কালুপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ও পাহাড়পুর গ্রামের সৈয়দ আলীর ছেলে আতাউর রহমান।

এছাড়াও মারামারির নিয়মিত মামলায় কোন্দা গ্রামের হাচেন আলীর ছেলে মাইনুল ইসলাম, বাহামনী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে কাউছার আলী ও সাইধারা গ্রামের মৃত বরকত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন।

অন্যদিকে ২০ গ্রাম গাজাসহ কানাইশহর শাহপাড়া গ্রামের মকলেছুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন। দীর্ঘদনি থেকে তোফাজ্জল হোসেন মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সোমবার (৯ মে) বেলা ১১ টায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।

৩৭ বার ভিউ হয়েছে
0Shares