
রাজশাহীতে নানান আয়োজনে মহান মে দিবস পালিত

নাজিম হাসান, রাজশাহী: শ্রমিক-মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে ন্যায় রাজশাহীতেও নানান কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে রবিবার (১ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গায় আলোচনা সভা ও র্যালির আয়োজন করে শ্রমিকদের বিভিন্ন সংগঠন।
এসময় শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানান। দিবস উপলক্ষে রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে এবং রাজশাহী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় একটি বর্ণ্যাঢ্য রালি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উপস্থিত ছিলেন, রাজশাহী শ্রম অধিদপ্তরের পরিচালক আমিনুল হক, সহকারী পরিচালক মিজানুর রহমান, এডিসি জেনারেল কল্যান চৌধুরি, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি আব্দুল্লা খান, মহানগর শ্রমিক লীগ শ্রম সম্পাদক আব্দুস সোহেলসহ অন্যন্য নেতৃবৃন্দ।বিভিন্ন সংগঠনের আয়োজনে আলোচনায় বক্তরা বলেন, ১৩৬ বছর আগে শ্রমিকরা তাদের বেতন ভাতা নিয়ে যে আন্দোলনের সূচনা করেছিলেন, তা আজও চলছেই। এখনোও আদায় হয়নি শ্রমিকদের অধিকার। বক্তরা আরো বলেন,শ্রমিক-মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা’ মহান মে দিবসের এই প্রতিপাদ্যের আলোকে শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করাই মে দিবসের অঙ্গিকার।