শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রাজশাহীতে নকল কসমেটিক কারখানায় অভিযান

রাজশাহীতে নকল কসমেটিক কারখানায় অভিযান

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

রাজশাহী নগরীর নওদাপাড়ায় নকল কস‌মে‌টিকসের কারখানায় অ‌ভিযান চালিয়েছে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজশাহী ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুদ আলী।

তিনি জানান, রাজশাহীর নওদাপাড়া দেশী-‌বি‌দেশী বি‌ভিন্ন নকল কস‌মে‌টিকস তৈরীর দা‌য়ে বিএসওয়াই কস‌মে‌টিকস এবং টয়‌লে‌ট্রিজ এর স্বত্ত্বাধীকারী শাহমুখদুম নওদাপাড়া এলাকার ইউসুফ কে ৬৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। সেই সাথে বিপুল নকল কস‌মে‌টিকস ও মালামাল ধ্বংস করা হয়।

২৪ বার ভিউ হয়েছে
0Shares