কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ রাজশাহী জেলার পুঠিয়ায় গালায় ফাঁস দিয়ে এক মাদক ব্যবসায়ী আত্মহত্যা করেছে। নিহতের নাম, সাইদুর রহমান। সে উপজেলার বানেশ্বর ইউনিয়নের চিতলপুকুরিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে।
গতকাল রবিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত্রীর যে কোন সময় এ দুর্ঘটনাটি ঘটায় ১১ টি মামলার আসামী সাইদুর।
সাইদুরের স্ত্রী রওশন আরা জনান, গতকাল রাত্রিতে খাওয়া দাওয়া শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। গরমের কারণে আমি ছেলে মেয়েকে নিয়ে ঘরের বাহিরে বারান্দায় ঘুমায়। ভোর রাতে সেহরির খাবার খেতে উঠে দেখি ঘড়ের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে । পরে পুঠিয়া থানা পুলিশকে খবর দিলে পুঠিয়া থানা পুলিশ লাঁশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান জানান, সাইদুর একজন মাদক ব্যবসায়ী তিনি গত কয়েকদিন আগে জেল থেকে বের হয়। তার নামে প্রায় ১১ টি মামলা রয়েছে ঈদের পরে তার এক মামলায় ১০ বছরের মত জেল হতে পারে। এই নিয়েই সে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলো এই চাপ থেকেই আত্মহত্যা করতে পারে বলে পরিবারের ধারণা।
এ বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, আমি আরেকটি স্থানে আছি এখান থেকে ফিরে সেখানে যাব, গিয়ে দেখে তারপরে এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.