শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে নগরীতে আটক-২১

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে নগরীতে আটক-২১

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। মঙ্গলবার (১৯ জুলাই) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-৩ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-৪ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে।

যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২১.৭ গ্রাম হেরোইন, ৬৩ বোতল ফেন্সিডিল ও ২৪৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

১৭ বার ভিউ হয়েছে
0Shares