শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রাজশাহীতে কাটছে না সয়াবিন তেলের সংকট : লক্ষাধিক লিটার ভোজ্যতেল জব্দ, আটক ৫

রাজশাহীতে কাটছে না সয়াবিন তেলের সংকট : লক্ষাধিক লিটার ভোজ্যতেল জব্দ, আটক ৫

রাজশাহীতে কাটছে না সয়াবিন তেলের সংকট। চাহিদা অনুযায়ী তেল কিনতে পারছেন না ভোক্তারা। কোনো কোনো দোকানে বোতলজাত তেল পাওয়া গেলেও সঙ্গে কিনতে হচ্ছে সংশ্লিষ্ট কোম্পানির অন্য পণ্য। এ দিকে মঙ্গলবার (১০ মে) অবৈধভাবে তেল মজুত করা এবং বেশি দামে বিক্রি করায় জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের চারটি গুদামে অভিযান চালিয়ে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পাম তেল জব্দ করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে ভোজ্যতেল মজুত করায় চারজনকে আটক করা হয়েছে।
এর আগে সয়াবিন তেল মজুত ও বেশি দামে বিক্রি করার অভিযোগে নগরীর তিনটি দোকানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। এছাড়া একদিন আগে সোমবার সন্ধ্যায় বাগমারা উপজেলার তাহেরপুর বাজার থেকে অবৈধভাবে মজুত করায় ২৬ হাজার ৭২৪ লিটার সয়াবিন ও সরিষার তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটক করে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

পুঠিয়ার বানেশ্বরের কয়েকটি গুদামে ভোজ্যতেল মজুত করেছে অসাধু ব্যবসায়ীরা, এমন খবরে মঙ্গলবার বিকালে সেখানে অভিযান চালায় রাজশাহী জেলা পুলিশ। অভিযানকালে বিকাশ সাহার মালিকানাধীন সরকার অ্যান্ড সন্সের গুদাম থেকে ৪৮ ড্রাম সয়াবিন তেল ও ২৬ ড্রাম পামঅয়েল, এন্তাজ হাজীর মালিকানাধীন এন্তাজ স্টোরের গুদাম থেকে ২২ ড্রাম সয়াবিন তেল ও ১২০ ড্রাম পামঅয়েল, শৈলেন পালের মালিকানাধীন মেসার্স পাল অ্যান্ড ব্রাদার্সের গুদাম থেকে তিন ড্রাম সয়াবিন তেল ও ১০০ ড্রাম পামঅয়েল এবং রাজিব সাহার মালিকানাধীন রিমা স্টোরের গুদাম থেকে ৪৮ ড্রাম সয়াবিন তেল ও ২৭ ড্রাম পামঅয়েল জব্দ করা হয়। প্রতিটি ড্রামে ২০৪ লিটার হিসাবে ৪৫৪টি ড্রামে মজুত করা ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পামঅয়েল জব্দ করা হয়েছে। এছাড়া পামঅয়েল ভর্তি ৬০টি ড্রাম নিয়ে বানেশ্বরে অবস্থানকারী তেলবাহী একটি ট্রাককে জব্দ করেছে পুলিশ। তেলভর্তি ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ যাবার কথা থাকলেও কী কারণে বানেশ্বরে অবস্থান করছিল, তা যাচাই করতে ট্রাকচালক ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এদিকে, মঙ্গলবার নগরীর সাহেব বাজার ও আরডিএ মার্কেট এলাকার অনেক দোকান ঘুরেও সয়াবিন তেল পাওয়া যায়নি। এমন অভিযোগ করেছেন ভোক্তারা। আবার কোথাও কোথাও বোতলজাত সয়াবিন পাওয়া না গেলেও বেশি দামে পাওয়া গেছে খোলা তেল। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। অবৈধভাবে সয়াবিন তেল মজুত ও বেশি দামে বিক্রি করায় মঙ্গলবার নগরীর তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-রিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক হাসান আল মারুফ এই অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা নগরীর সাহেব বাজার ও বহরমপুর এলাকায় অভিযান চালান।
এসময় সাহেববাজার এলাকার মেসার্স হুমায়ুন স্টোরে ১৩২ বোতল সয়াবিন তেল মজুদ রেখেছিলেন বিক্রেতা হুমায়ুন কবীর। এই ঘটনায় তাকে ভোক্তাঅধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত ১৩২ বোতল সয়াবিন তেল গায়ের দামে বিক্রি করে ব্যবসায়ীতে অর্থ প্রদান করা হয়েছে। একই অভিযানে সাহেববাজার এলাকার মেসার্স পাপ্পু অ্যান্ড ব্রাদার্সকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানটির মালিক নজরুল ইসলাম নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছিলেন। এছাড়া আলাদা অভিযানে নগরীর বহরমপুর মোড় এলাকার মেসার্স নুরুন্নবী ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রি করছিলেন প্রতিষ্ঠানটির মালিক নুরুন্নবী। তাৎক্ষনিকভাবে এই তিন ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান বলে জানিয়েছেন সহকারী পরিচালক হাসান আল মারুফ।এর আগে সোমবার সন্ধ্যায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের একটি গোডাউন থেকে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্য তেল জব্দ করেছে পুলিশ। এ সময় তেল মজুতকারী ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপনকে (৪০) আটক করা হয়েছে। তিনি তাহেরপুর বাজারপাড়া এলাকার ইসমাইল হোসেনের পুত্র।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও বাগমারা থানা পুলিশ এ অভিযান চালায়। জব্দ তেলের মধ্যে ১৯ হাজার ৩৮০ লিটার সয়াবিন ও ১ হাজার ২০ লিটার সরিষার তেল বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
তিনি বলেন, তাহেরপুর বাজারে একটি গোডাউনে টিসিবির পণ্য থাকতে পারে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালায়। এ সময় সেখানে ১০০ ড্রাম তেল পাওয়া যায়। এর মধ্যে ৯৫ ড্রামে ১৯ হাজার ৩৮০ লিটার সয়াবিন তেল এবং পাঁচ ড্রামে এক হাজার ২০ লিটার সরিষার তেল পাওয়া যায়। অভিযানের সময় তেল মজুতকারী ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপনকে আটক করা হয়। তার গোডাউন সিলগালা করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে।
৫৯ বার ভিউ হয়েছে
0Shares