শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রাজশাহীতে এ্যালকোহলসহ নারী গ্রেফতার

রাজশাহীতে এ্যালকোহলসহ নারী গ্রেফতার

 

রাজশাহী জেলার মোহনপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৬ বোতল মাদকদ্রব্য এ্যালকোহলসহ এক মহিলা মাদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলেন, রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ধোরসা গ্রামের মৃত রেজান প্রাং এর মেয়ে রোকেয়া বেগম (৬১)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১ আগস্ট) মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম এর দিক নিদর্শনায় এসআই ইব্রাহিম খলিলুল্লাহ’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ধোরসা গ্রামের মৃতঃ রেজান প্রাং এর মেয়ে রোকেয়া বেগম (৬১) এর বাসা সংলগ্ন খাবার পিঠা তৈরী দোকান ঘর থেকে তার নিজ হেফাজতে রাখা ৯৬ বোতল মাদকদ্রব্য এ্যালকোহল সহ তাকে গ্রেফতার করে মোহনপুর থানা পুলিশ।

এ বিষয়ে মোহনপুর থানার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

২২ বার ভিউ হয়েছে
0Shares