
রাজশাহীতে এক শিক্ষার্থীর লাঁশ উদ্ধার

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর সপুরা ছয়ঘাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া মডেল থানার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।
নিহত ওই কলেজ ছাত্রীর নাম জনি সুরাইয়া (২০)। তিনি নওগাঁর মান্দা উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। জনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত ছিলেন। সপুরা ছয়ঘাটি এলাকায় একটি ছাত্রীনিবাসে ভাড়া থাকতেন তিনি।
ঘটনার বিষয়ে ওসি মাজহারুল ইসলাম আরও জানান, মেয়েটি ছাত্রী নিবাসের সিঙ্গেল রুমে থাকতেন। অনেক বেলা হয়ে গেলেও রুম না খোলায় বাহির থেকে অনেক ডাকাডাকি করা হয়। তবুও সাড়া না পেয়ে মেস মালিক পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ লাঁশটি উদ্ধার করে।
বর্তমানে লাঁশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর লাঁশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে । তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।