সোমবার- ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রাজশাহীতে এক নারীর ব্যাগ ছিনতাই

রাজশাহীতে এক নারীর ব্যাগ ছিনতাই

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

রাজশাহী নগরীতে এক নারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারী। শুক্রবার দুপুরে নগরীর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ নিয়ে ভূক্তভোগি ইফফাত জাহান রিতা (৪১) নামের ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাতিল সিরাজের স্ত্রী।

অভিযোগে বলেছেন, দুপুরে তিনি রেলগেট থেকে রিক্সায় চড়ে নিউমার্কেট এলাকায় যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি বাইক নিয়ে এসে তাঁর ডান হাতে থাকা ভ্যানেটি ব্যাগ ধরে টান দেয়। ওই ব্যক্তি ভ্যানেটি ব্যাগটি নিয়েই দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ভ্যানেটি ব্যাগে একটি স্মার্টফোন ও নগদ প্রায় ২ হাজার ৪০০ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

এ ব্যপারে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। দ্রুতই ছিনতাইকারী ধরা পড়বে। ব্যাগও উদ্ধার হবে।

২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS