নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে রাজনীতিমুক্ত ঈদগাহ ও ওলামালীগ নেতাকে ঈদগাহের ইমামতি থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লিরা। গতকাল শুক্রবার (২৮ মার্চ) জুমার নামাজের পর নগর ভবনের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, হাজী লাল মোহাম্মদ ঈদগাহের ইমাম ও ওলামালীগ নেতা মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হোদা ঈদগাহকে রাজনৈতিক প্রচারের কেন্দ্রস্থলে পরিণত করেছিলেন। প্রতিবছর ঈদের নামাজ শেষে মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হোদা শুধুমাত্র আওয়ামীলীগ নেতা ও তৎকালীন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং তার পরিবারের জন্য দোয়া করতেন, যা মুসল্লিদের মধ্যে বিরক্তির সৃষ্টি করেছে। বক্তারা আরও বলেন, গত ৪ ও ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলায় মাওলানা বারকুল্লাহর সম্পৃক্ততা ছিল। তারা দাবি করেন, ওই সময় রানীনগর মাদ্রাসায় তার নেতৃত্বে অস্ত্র মজুত রাখা হয় এবং সেখান থেকে যুবলীগ-ছাত্রলীগকর্মীদের সরবরাহ করা হয়। ফলে মুসল্লিরা তাকে আর ঈদগাহে ইমামতির দায়িত্বে দেখতে চান না। মানববন্ধনে বক্তব্য রাখেন,হেতেমখাঁ আহলে হাদিস জামে মসজিদের ইমাম মাওলানা শায়খ আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন, আব্দুর রাকিব, গোলাম রাব্বানী প্রমুখ। এর আগে জুমার নামাজের পর মুসল্লিরা হেতেমখাঁ আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। বারকুল্লাহকে অপসারণের দাবিতে তারা সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার; জেলা প্রশাসক এবং নগর পুলিশের কমিশনারের কাছে স্মারকলিপিও দিয়েছেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.