কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ
রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চুরির সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। এসময় আসামীদের কাছ থেকে চোরাইকৃত অটোরিক্সাসহ ৪টি ব্যাটারি ও অন্যান্য চোরাই অটোরিক্সার যন্ত্রাংশ উদ্ধার করা হয় ।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো, রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল আমিন রুবেল (২০), গোদাগাড়ি থানার কাকল বাড়ি গ্রামের রহিম মন্ডলের ছেলে মালেক মন্ডল (৫৫) ও তার স্ত্রী ফাহিমা বেগম (৪০)।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল অটোচালক শামিম (৪৯) প্রতিদিনের মতো নিজস্ব অটোরিক্সাটি নিয়ে রাজশাহী শহরে চালানোর জন্য বের হন। বিকাল ৩টার দিকে প্রয়োজনীয় বাজার ও খাবার নিয়ে অটোরিক্সাসহ বাসায় আসে। আটোরিক্সাটি বাড়ির সামনে রেখে বাসায় প্রবেশ করে।
এরপর পুনরায় অটোরিক্সা চালানোর জন্য বাসা থেকে বের হলে দেখে বাড়ির সামনে থেকে অটোরিক্সাটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। শামিমের গত (১ মে) চন্দ্রিমা থানায় মামলা রজু করে।
মামলা রজুর পর চন্দ্রিমা থানা পুলিশ মামলাটি তদন্ত করে অভিযান শুরু করে এবং চোরাই মালামালসহ চক্রদলের তিন সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করাসহ তদন্ত মামলা অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.