কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ
রাজশাহী জোলার গোদাগাড়ীতে ভাতিজাদের মারপিটে চাচার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ভাতিজাদের সঙ্গে মারামারিতে গুরুতর আহত হন চাচা। পরে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আনা হলে তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম মো. ওয়াহেদ (৬০)। তিনি উপজেলার আমতলী ঝিকড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম নিশ্চিত করে জানান, ওয়াহেদের বাড়ির পাশেই তাঁর ভাতিজা মো. হাসানের বাড়ি। এক বাড়ির পানি অন্যজনের সীমানার মধ্যে যাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে ওয়াহেদসহ তাঁর পক্ষের চারজন এবং অন্য পক্ষের একজন আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওয়াহেদ মারা যান।
ওসি আরও জানান, ওয়াহেদের মৃত্যুর পর তাঁর ভাতিজারা পালিয়েছেন। তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.