স্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলায় সদর উপজেলার মগবান ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড়াদম এলাকায় বৃহস্পতিবার ২৮ এপ্রিল সকাল ৯টার দিকে রাঙামাটি-কাপ্তাই সড়ক এর একটি নির্মানাধীন ব্রীজে ঢালায়ের সময় ধসে পড়ে ১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ৪-৫ জন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ত্রিরতন চাকমা। নিহত শ্রমিকের নাম মো. রফিক, বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার হরিদাকান্দা গ্রামে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সকালের দিকে রাঙামাটি-কাপ্তাই সড়কের বড়াদমে একটি ব্রীজে একদল শ্রমিক ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ ব্রীজটি ধসে পড়ে ২০-২৫ জন শ্রমিক আহত হন।
স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন শ্রমিক মারা যান। বাকীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শ্রমিক মো. মোহরমসহ আরো অনেকে অভিযোগ করে বলেন, ব্রীজে ঢালায়ের পর ওজনে সেনডরিং দুর্বল হওয়ার কারণে ভেঙে পড়ে গেছে।৫শত টাকার জায়গায় ১ হাজার টাকা লাভ করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন, মনে করেন শ্রমিকদের জীবনের কোন মূল্য নেই উনাদের। ঠিকাদার আর প্রকৌশলীর গাফিলতির ফলে এ অবস্থা হয়েছে। এতবড় ব্রীজে তারা যদি ভালোভাবে দেখে ঢালায় দেয়, তাহলে কখনোই এ দুর্ঘটনা হতো না।
রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্বত্যরত চিকিৎসক ডা. ত্রিরতন চাকমা বলেন, নির্মানাধীন ব্রীজ ধসে পড়ে আহত ১৬ জন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে গুরুতর আহত ৪-৫ জন। এছাড়া ১ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। #
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.