
রংপুর সিটি চিকলি পার্ক আধুনিকায়নের লক্ষে প্রস্তাাবিত প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন

স্টাফ রিপোর্টার ॥ রংপুর সিটি চিকলি পার্ক আধুনিকায়নের লক্ষে প্রস্তাাবিত প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। গত বৃহস্পতিবার রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে অনুষ্ঠিত প্রস্তাাবিত প্রকল্পটি উপস্থাপন করেন তালুকদার এন্ড সন্স এর ডিরেক্টর রাশেদ সোহরাওয়ার্দী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোঃ রুহুল আমীন মিঞা, ভারপ্রাপ্ত তত্তাবধায়ক প্রকৌশলী মোঃ আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী ও তালুকদার এন্ড সন্স এর চেয়ারম্যান প্রদীপ তালুকদারসহ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগের উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য অতিথিবৃন্দ।
এই প্রকল্প বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি হবে। তাছাড়া বিনোদন কেন্দ্র হিসেবে শিশু, কিশোরসহ সব বয়সী মানুষের বিনোদন মুলক কর্মকান্ডের একটি অত্যাধুনিক প্রানকেন্দ্র হয়ে উঠবে এই চিকলিপার্ক। অত্যাধুনিক রাইডার, ওয়াটার পার্কসহ আধুনিক সুযোগ সুবিধায় সজ্জিত হবে এই পার্ক। ###
৫ বার ভিউ হয়েছে