
রংপুর সিটি কর্পোরেশনে হজ্ব যাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ রংপুর সিটি কর্পোরেশনের ১৪৪৩ হিজরি/২০২২ইং সালের হজ্ব যাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশনের হল রুমে অনুষ্ঠিত হজ্ব যাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের প্রায় ৬০জন হজ্ব যাত্রী প্রশিক্ষণ গ্রহণ করেন।
সাতগাড়া আল-জামিআতুল আরবিয়া রাহিলিয়া দারুল উলুম মাদ্রাসার মোহাত্ত¦ামিম মুফতি বিলাল আহমাদ উক্ত হজ্ব যাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফাসহ নগরীর সকল হজ্ব যাত্রীদের সুস্থ্যতার সাথে হজ্ব পালনের লক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাবুবুর রহমান মঞ্জু, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক ও জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফসহ মুসল্লিগন উপস্থিত ছিলেন।
৮ বার ভিউ হয়েছে