প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৬:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২২, ১১:৫২ পূর্বাহ্ণ
রংপুর সিটি কর্পোরেশনে নগর জনস্বাস্থ্য সমস্যা চিহ্নিতকরণ ও প্রতিরোধের উপায়সহ পৃথক দু’টি প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ইউএস সিডিসি'র অর্থায়নে সেভ দ্য চিলড্রেন এবং রংপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে “বাংলাদেশের নগর জনস্বাস্হ্য ব্যবস্হা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গত বুধবার “নগর জনস্বাস্থ্য সমস্যা চিহ্নিতকরণ ও প্রতিরোধের উপায়” এবং গত বৃহস্পতিবার “জনস্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে যোগাযোগ এবং কমিউনিটির সম্পৃক্ততা বিষয়ক প্রশিক্ষণ রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, সিভিল সার্জন ডা. কামীম আহমেদ, প্রধান স্বাস্হ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, মেডিকেল অফিসার ডা. সুতপা দেব ও ডা. সাদিয়া আফরিন সন্ধি।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি ডা.ওবায়দুর রহমান, ম্যানেজার জান্নাতুল ফেরদৌস, টেকনিক্যাল স্পেশালিষ্ট এবং ডা. পলাশ কুমার রায়সহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ। উক্ত পৃথক প্রশিক্ষণে রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.