শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রংপুর সিটি কর্পোরেশনের প্রধান ফটকে অত্যাধুনিক গেট নির্মাণ কাজ শুরু

রংপুর সিটি কর্পোরেশনের প্রধান ফটকে অত্যাধুনিক গেট নির্মাণ কাজ শুরু

স্টাফ রিপোর্টার ॥ রংপুর সিটি কর্পোরেশনের প্রধান ফটকে অত্যাধুনিক গেট নির্মাণ কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন। গতকাল কৃহস্পতিবার দুপুরে অত্যাধুনিক গেট নির্মাণ কাজের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর সিটি কর্পোরেশনের নিজেস্ব অর্থায়নে প্রায় ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজটি করছেন উমা কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আজাব্বর হোসেন ও বিশিষ্ঠ ঠিকাদার তাইফুল ইসলামসহ রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান ফটকের পুরাতন গেট অপসারণ কাজ শুরু করা হয়।
৮৫ বার ভিউ হয়েছে
0Shares