
রংপুর মহানগরীতে পুর্ব শত্রুতার জেরে একাধিক গাছ কর্তন ॥ থানা অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রংপুর মহানগরীতে পুর্ব শত্রুতার জের ধরে একাধিক গাছ কর্তনের অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানা যায়, রংপুর নগরীর মেট্রোপলিটন হারাগাছ থানাধীন নিউ সাহেবগঞ্জ কাছনা এলাকায় জমি জমার পুর্ব শত্রুতার জেরে গত ৯ জুন ভোর ৪টায় প্রতিপক্ষের লোকেরা জমি মালিক মানিক মিয়ার নিজস্ব বাগানের জমিতে থাকা ২১টি সুপারী গাছ, ১৪টি মেহগনী গাছ, ১টি আম গাছ ও ১টি কাঠাল গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেন। এতে জমি মালিকের অনেক টাকার ক্ষতি সাধন হয়।
এ বিষয়ে জমি মালিক মানিক মিয়া জানান, গত ৯ জুন বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য উঠে বাড়ির বাহিরে গিয়ে দেখি তার বাগানের সব গাছ কাটা অবস্থায় পড়ে আছে। এ ঘটনা দেখে মানিক মিয়ার মা প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকেরা তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ বিষয়ে ন্যায় বিচারের জন্য গত ৯ জুন জমি মালিক মানিক মিয়া বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার একটি অভিযোগ দায়ের করেন। বাদী মানিক মিয়া সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি সহযোগিতা কামনা করেছেন।
১৮ বার ভিউ হয়েছে