শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রংপুর জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রংপুর জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: রংপুর জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে ইফতারের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতির পিতার পরিবারের সকল শহীদ এবং মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জাতীয় পাটির হুইপ ও রংপুর ১ আসনের এমপি মোঃ মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর ২ আসনের এমপি আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী, এসজিপি, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান,রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঁইয়া, রংপুর সিটি করপোরেশন মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি,দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার,মোহাঃ আবদুল আলীম মাহমুদ,কমান্ড্যান্ট, পুলিশ ট্রেইনিং সেন্টার বাসুদেব বণিক, জেলা প্রশাসক আসিব আহসান,রংপুর সিভিল সার্জন, ডাঃ শামীম আহম্মেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট,এফ,এম আহসানুল হক, র‍্যাব-১৩ অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস, লে.কর্নেল এ এফ এম আজমল হোসেন খান,পিএসসি অধিনায়ক, রংপুর ব্যাটালিয়ন(৫১ বিজিবি), জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা,রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ ও পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS