
রংপুরে সরকারি মেডিকেলে ভর্তিকৃত ২০২১-২২ শিক্ষাবর্ষে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বই ও রোল্স বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ রংপুরে সরকারি মেডিকেলে ভর্তিকৃত ২০২১-২২ শিক্ষাবর্ষে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বই ও রোল্স বিতরণ করা হয়েছে। অংকুর ফাউন্ডেশন ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বই ও রোল্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিমল চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মাহফুজার রহমান, অধ্যাপক ডাঃ শারমিন সুলতানা লাকী, সহযোগি অধ্যাপক ডাঃ সারোয়াত হোসাইন চন্দন. ডাঃ আবু হানিফ পাভেল ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ আবু রায়হান মোঃ সুজাউদৌলা সুজা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সভাপতি রাকিবুল হাসান তারেক, অংকুর ফাউন্ডেশনের প্রতিনিধি মাহফুজার রহমান, খাইরুল ইসলাম সিফাত, হাবিব শেখ ও ফরিদুল ইসলাম।
এ সময় সরকারি মেডিকেলে ভর্তিকৃত ২০২১-২২ শিক্ষাবর্ষের রংপুর বিভাগের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বই ও রোল্স বিতরণ করা হয়।
১ বার ভিউ হয়েছে