
রংপুরে ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম অটোমেশন” বিষয়ক কর্মশালা

রংপুর ব্যুরোঃ রংপুর বিভাগে “ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম অটোমেশন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের পিএএ, সচিব মোঃ মোস্তাফিজুর রহমান।
উক্ত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, মো: আবদুল ওয়াহাব ভূঞা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান (সচিব) সোলেমান খান,ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), মোজাফফর আহমেদ, এবং মোঃ ইব্রাহিম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার প্রমুখ।
কর্মশালায় অংশগ্রহণ করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসানসহ রংপুর বিভাগের সকল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারি এবং উপ-ভূমি সহকারি কর্মকর্তা গণ।
১৪ বার ভিউ হয়েছে