প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২২, ২:৩৭ অপরাহ্ণ
রংপুরে ডেমোক্রেসি ইনটারন্যাশনাল এর পলিটিক্স ম্যাটার্স ওয়েবসাইট এর আঞ্চলিক উদ্বোধন

রংপুরে ডেমোক্রেসি ইনটারন্যাশনাল এর পলিটিক্স ম্যাটার্স ওয়েবসাইট এর আঞ্চলিক উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ মো¯Íাফিজার রহমান মো¯Íফা।
এ সময় মঞ্চে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টির সিনিয়র নেতারা ক্ষণ গননা করে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় অংশ নেন। আওয়ামী লীগ, বি এন পি ও জাতীয় পার্টির নেত্রীবৃন্দ একযোগে এই ওয়েব সাইট এর ঘোষণা করেন। ইউএসএইড এর সহায়তায় ডেমোক্রেসি ইনটারন্যাশনাল বাংলাদেশে ঝঃৎবহমঃযবহরহম চড়ষরঃরপধষ খধহফংপধঢ়ব রহ ইধহমষধফবংয (ঝচখ) প্রকল্পের আওতায় পলিটিক্স ম্যাটার্স নামক একটি ওয়েব সাইট চালু করেছে। (যঃঃঢ়ং://িি.িঢ়ড়ষরঃরপংসধঃঃবৎং.পড়স.নফ/) এটি একটি অনলাইন প্রশিক্ষণ প্ল্যাটফরম, এখানে কোর্সগুলো করে যে কোন ব্যাক্তি বা রাজনৈতিক কর্মী বা নেতা তার রাজনৈতিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে পারবেন। এই ওয়েবসাইটে ৯ টি বিষয়ে প্রশিক্ষণ এর কোর্স রয়েছে, এই গুলি হোল রাজনৈতিক নেতৃত্ব উন্নয়ন, রাজনৈতিক দলের কার্যকর চর্চা , দ্বন্দ্ব বাবস্থাপনা ও নিরসন, নারীর রাজনৈতিক খমতায়ন, গনতন্ত্র ও উন্নয়ন, রাজনৈতিক প্রচারাভিযান, প্রশিক্ষকের জন্য প্রশিক্ষণ এবং অ্যাডভোকেসি।
এই ওয়েবসাইট সম্পর্কে অবহিতকরন, ব্যবহার বাড়ানো ও প্রচারের লক্ষে এ একটি আঞ্চলিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রংপুর মহানগরী, লালমনিরহাট ও ঠাকুরগাও জেলা প্রধান তিনটি রাজনৈতিক দলের ৭০জন নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উলেøখ্য, ডেমোক্রেসি ইনটারন্যাশনাল যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংগঠন বাংলাদেশে টঝঅওউ এর সহায়তায় ঝঃৎবহমঃযবহরহম চড়ষরঃরপধষ খধহফংপধঢ়ব রহ ইধহমষধফবংয (ঝচখ) নামে প্রকল্প (মার্চ ২০১৭ সেপ্টেম্বর ২০২৪) বা¯Íবায়ন করছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.