শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

যশোরে জুসের সাথে চেতনানাশক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে মামলা

যশোরে জুসের সাথে চেতনানাশক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে মামলা

ইয়ানূর রহমান : যশোর শহরতলীর বেজপাড়া বুনোপাড়া এলাকায় জুসের সাথে চেতনানাশক মিশিয়ে প্রেমিক কতৃক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিক তাজ ও তার বন্ধু আনন্দের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী
তরুণী।
ঐ তরুনী মামলার এজাহারে উল্লেখ করেছেন, তার সঙ্গে শংকরপুর বটতলা মসজিদ  এলাকার শাহাজানের ছেলে তাজের তিন বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। ঈদের দিন সন্ধ্যায় ঘুরতে যাওয়ার কথা বলে তাজ তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে  কৌশলে বুনোপাড়ার একটি তিনতলা ফ্ল্যাটে নিয়ে যায়। ফ্ল্যাটের বাইরে পাহারায়  ল তাজের বন্ধু আনন্দ, যিনি শংকরপুর নতুন বাস টার্মিনাল এলাকার মৃত  অশোকের ছেলে।

ফ্ল্যাটে ঢোকার পর তাজ উক্ত তরুণীকে জুস খেতে দেন। জুস পান করার পর তিনি র্ধচেতন হয়ে পড়েন। সেই সুযোগে তাজ তাকে ধর্ষণ করে। তরুণী চিৎকার করলে  তাকে হত্যাসহ নানা ধরনের হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি পরিবারের কাছে জানিয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, মামলাটি গ্রহণ করা হয়েছে, তবে এখনো  পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তাদেরকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।#

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS