শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

যশোরে এবার ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নারীকে ধর্ষণ

যশোরে এবার ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নারীকে ধর্ষণ

ইয়ানূর রহমান : যশোরে এবার ‘শয়তানের নিশ্বাস’ (এক ধরনের রাসায়নিক) ব্যবহার করে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার সকালে শহরের চৌরাস্তায় পদ্মারানীর পরিত্যক্ত ভবনের ভেতরে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় তোয়ালি থানায় একটি মামলা হয়েছে। ধর্ষক পেশায় রিকশাচালক। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

যশোর সদর উপজেলার বাসিন্দা ওই নারীর মা কোতোয়ালি থানায় মামলার বিবরনিতে উল্লেখ করেছেন, তার মেয়ে ঝিকরগাছার একটি জুট মিলে চাকরি করতেন। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন ওই জুট মিল থেকে বেতনের টাকা আনতে। সকালে জুট
মিল থেকে বের হয়ে এক রিকশাচালককে ঠিক করেন বাড়িতে আসার জন্য। রিকশায় ওঠার পর ওই রিকশাচালক তার মেয়ের মুখের সামনে কী যেন একটা ধরেন। এরপর থেকেই তার মেয়ে রিকশাচালকের কথায় বশ হয়ে যান এবং তার নির্দেশ মেনে চলতে বাধ্য হন।
পরে ওই রিকশাচালক তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে শহরের চৌরাস্তায় পদ্মারানীর  রিত্যক্ত ভবনের ভেতরে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যান। এক পর্যায়ে মেয়ের মস্তিষ্ক স্বাভাবিক হলে তিনি সব খুলে বলেন। পরে এ ঘটনায় ওই  নারীর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত রিকশাচালককে

২০ বার ভিউ হয়েছে
0Shares