শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

যশোরের শার্শা সীমান্ত থেকে ৯৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ি আটক

যশোরের শার্শা সীমান্ত থেকে ৯৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ি আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শার মানিকিয়া গ্রামে অভিযান চালিয়ে ৯৬ কেজি  গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। আটককৃত সবুজ  হোসেন মুন্না উক্ত গ্রামের মিনাজুল ইসলামের ছেলে।

বুধবার (২৬ মার্চ) ভোর রাতে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী মানিকিয়া গ্রামের এক বাড়িতে গাঁজা মজুদ করেছে এবং তা বিক্রয়ের পরিকল্পনা করছে।    র‌্যাব সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে অভিযুক্ত বাড়িটি ঘিরে ফেলে। এসময় একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পেছনের রান্নাঘরের ভেতর টিনের ড্রামে লুকানো ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য উনিশ লক্ষ বিশ হাজার টাকা।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রাসেল জানান, আসামি সবুজ হোসেন মুন্না দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজাসহ  অন্যান্য মাদক সংগ্রহ করে সারাদেশের সরবরাহ করত।#

৪০ বার ভিউ হয়েছে
0Shares